Geography question for WBCS Prelim in Bengali

Advertisements

প্রিয় ছাত্র ছাত্রীরা,

এই পোস্ট টি তোমাদের শেয়ার করছি অইলাইন মক টেস্ট এর জন্য, এই টেস্ট টিতে ” Geography question for WBCS in Bengali  “ মোট 25 টি প্রশ্ন রয়েছে পুরো টেস্ট টি সম্পূর্ণ করতে 15 মিনিট সময় পাবে , তাই দেরি না করে নীচে দেওয়া স্টার্ট bottom ক্লিক করো । পুরো মক টেস্ট টি pdf  প্রতিদিন telegram এ দেওয়া হয় তাই দেরি না করে আমাদের টেলিগ্রাম এ সবাই  এ যুক্ত হও । 

  • মক টেস্ট Complete হলে তোমরা তমাদের নাম দিয়ে Submit করলে নিজেদের নম্বর জানতে পারবে । 
  • মক টেস্ট এ যদি কোন প্রশ্ন ও উত্তর ভুল বলে মনে হয় , আমাদের পেজ এর নিচে কমেন্ট সেকসেন এ কমেন্ট করে জানাবে । 
90

ভূগোল

Online geography question mock test



মোট প্রশ্ন  - 25 টি
বিষয়
: ভূগোল
সময় : 15 মিনিট

1 / 25

1. ভারতের কোন্ রাজ্যে সবথেকে বেশি কয়লা উৎপাদন হয়?

2 / 25

2. ভারতের সবথেকে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত?

3 / 25

3. পাট উৎপাদন কোন রাজ্যে সবথেকে বেশি হয়?

4 / 25

4. ভারতে কোথায় বেশি তৈলবীজ চাষ হয়?

5 / 25

5. ভারতে কোথায় জাফরান চাষ হয়?

6 / 25

6. ব্যবহার অনুযায়ী ফসল কয় প্রকার?

7 / 25

7. ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল—

8 / 25

8. ভারতে সবুজ বিপ্লব হয় কোন দশকে?

9 / 25

9. তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন্ রাজ্য?

10 / 25

10. ভারতে হেক্টর প্রতি আখ উৎপাদন বেশি হয়—

11 / 25

11. ভারতে সবথেকে বেশি আখ উৎপাদন হয়—

12 / 25

12. ভারতে কোন্ রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয়?

13 / 25

13. ভারতে কোথায় বেশি চা উৎপাদন হয়?

14 / 25

14. ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন্ নদীর উপর তৈরী হয়েছিল?

15 / 25

15. ভারতে কয়টি পদ্ধতিতে জলসেচ হয়?

16 / 25

16. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোন্ রাজ্যে অবস্থিত?

17 / 25

17. ব্রাক্মণী নদী কোন্ নদীর উপনদী?

18 / 25

18. গোদাবরী নদীর দৈর্ঘ্য হল—

19 / 25

19. পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে—

20 / 25

20. গঙ্গার একটি উপনদী হল—

21 / 25

21. সিন্ধু নদীর একটি উপনদী হল—

22 / 25

22. চম্বল নদী কোন্ নদীর উপনদী?

23 / 25

23. ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য হল—

24 / 25

24. ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হল—

25 / 25

25. কারাকোরাম পর্বত শ্রেণির উচ্চতম শৃঙ্গ হল—

Facebook
প্রতিদিন নিয়মিত মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হন
Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now