কৃষ্ণা নদীর অন্যতম প্রধান উপনদী হলো মুসি , যেটি তেলেঙ্গানা রাজ্যের মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে
হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও একটি অন্যতম শহর
হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত
আরো কিছু তথ্য:
মহানদী উড়িষ্যা রাজ্যের প্রধান নদী , এই মহানদীর উপর গড়ে উঠেছে হিরাকুদ বাঁধ , যাকে ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ বলা হয়
দীর্ঘতার বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে । গোদাবরী নদীর প্রধান উপনদী বরাকর । এই বরাকর নদীর তীরে দুর্গাপুর শহরটি গড়ে উঠেছে । DVC প্রকল্পটি দামোদর ও বরাকর নদীর তীরে গড়ে উঠেছে
কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের একটি অন্যতম প্রধান নদী যা মহারাষ্ট্র কর্নাটকের অন্ধপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে । এই নদীটির উৎপত্তি লাভ করেছে ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যের পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর রেঞ্জ থেকে ।