Geography mock test -7 | Online geography MCQ question April 10, 2022February 10, 2022 by adminপ্রিয় ছাত্র /ছাত্রী নিচে ভূগোলের একটি মকটেস্ট রয়েছে, চাকরির পরীক্ষায় আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন নিয়ে মকটেস্ট বানানো হয়েছে । মকটেস্ট টি দিতে নীচে দেওয়া start বটম এ ক্লিক করো। 21 Created on April 04, 2024 Geography online mock test -7চাকরির পরীক্ষায় আসা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বানানো একটি অনলাইন মক টেস্ট Sub Geography Time 12 min Question type MCQ Language Bengali Mode Online 1 / 251. 'চীনের ধানের গোলা' বলা হয় A. ক্যান্টন B. লাসা অঞ্চলকে C. হুনান অঞ্চলকে D. লাসা 2 / 252. ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে A. চতুর্থ B. প্রথম C. তৃতীয় D. দ্বিতীয় 3 / 253. একটি বিখ্যাত সামরিক ঘাঁটি আছে A. কানপুরে B. হায়দ্রাবাদে C. বোম্বাইতে D. দিল্লিতে 4 / 254. পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম A. এদের কোনোটাই নয় B. জেনেভা C. টিটিকাকা D. বৈকাল 5 / 255. বায়ুর চাপ মাত্রা নির্ণয় করা হয় A. এনেমোমিটার B. হাইগ্রোমিটার C. ব্যারোমিটার D. থার্মোমিটার 6 / 256. স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার এর সীমানাকে বলা হয় A. ট্রপোপজ B. স্ট্যাটোপজ C. কোনোটিই নয় D. মেসোপজ 7 / 257. ভারত কোন অঞ্চল থেকে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম তেল আমদানি করে A. এদের কোনোটিই নয় B. আফ্রিকা C. পশ্চিম এশিয়া D. দক্ষিণ-পূর্ব এশিয়া 8 / 258. 'ভারতের প্যারিস' বলে অভিহিত করা হয় A. হায়দ্রাবাদকে B. লক্ষৌকে C. আমেদাবাদকে D. জয়পুরকে 9 / 259. ভারতের রাজ্যগুলির মধ্যে তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে A. গুজরাট B. মহারাষ্ট্র C. হরিয়ানা D. পাঞ্জাব 10 / 2510. ভারতে চর্মশিল্পের প্রধান কেন্দ্র A. হায়দ্রাবাদ B. দিল্লিতে C. পুনা D. জয়পুর 11 / 2511. এশিয়ার দীর্ঘতম নদীর নাম A. সিল্কা B. অল্যান্ড C. ইয়াং-সি-কিয়াং ক্যান্টন D. ক্যান্টন 12 / 2512. ওয়াটারগেট বলা হয় A. হাডসন নদীর উপর নির্মিত একটি বাঁধকে B. ওয়াশিংটন গণতান্ত্রিক দলের সদর অফিস C. লস্ এঞ্জেলেসের একটি পাঁচতারা হোটেল D. মিসিসিপির উপর নির্মিত একটি বাধকে 13 / 2513. চারমিনর আছে- A. দিল্লিতে B. আমেদাবাদে C. কানপুরে D. হায়দ্রাবাদে 14 / 2514. পৃথিবীর দীর্ঘতম খালের নাম A. ভাকরা- নাঙ্গাল খাল B. সুয়েজ খাল C. গ্র্যান্ড ক্যানিয়ন D. কোনোটিই নয় 15 / 2515. বিটেনের সহায়তায় ন্যাট বিমান তৈরি হয় A. ব্যাঙ্গালোরে B. নাগপুরে C. মাদ্রাজে D. কানপুরে 16 / 2516. মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে A. রিষড়াতে B. দুর্গাপুরে C. বিশাখাপত্তনমে D. হিন্দ মোটরে 17 / 2517. 'মৌসিম' একটি A. পারসিক শব্দ B. আরবি শব্দ C. হিন্দি শব্দ D. উর্দু শব্দ 18 / 2518. সূর্যগ্রহণ কখন হয় A. আমাবস্যার দিনে B. অর্ধ পূর্ণিমার দিনে C. পূর্ণিমার দিনে D. এদের কোনোটিই নয় 19 / 2519. কিম্বারলী বিখ্যাত কেন A. রুপার জন্য B. তেলের জন্য C. সোনার জন্য D. হীরার জন্য 20 / 2520. প্রথম জাহাজ নির্মাণ কারখানা গড়ে ওঠে A. কলকাতায় B. মাদ্রাজে C. বিশাখাপত্তনমে D. কানপুরে 21 / 2521. জেনেভা হ্রদ আছে A. আমেরিকা B. সুজারল্যান্ডে C. ব্রাজিলে D. রাশিয়াতে 22 / 2522.সিন্ধু নদ চীনের তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের কোথায় প্রবেশ করেছে A. জম্বু ও কাশ্মীর B. পাঞ্জাব C. এদের কোনোটিই নয় D. হিমাচল প্রদেশ 23 / 2523. সবরমতী আশ্রম আছে A. দিল্লিতে B. হায়দ্রাবাদে C. কানপুরে D. আমেদাবাদে 24 / 2524. পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র কোনটি A. ক্যারিবিয়ান সাগর B. কৃষ্ণ সাগর C. ভূমধ্যসাগর D. দক্ষিণ চীন সাগর 25 / 2525. ভারত পাকিস্তানের সীমান্ত রেখার নাম কি A. ডুরাণ্ড লাইন B. ম্যাকমোহন লাইন ডুরান্ট লাইন লাইন C. ম্যাগনট্ লাইন D. র্যাডক্লিফ লাইন Your score isThe average score is 54% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Join our facebookJoin our Telegram