Geography Competitive Examination Question mock test -6 February 10, 2022February 9, 2022 by admin Advertisements ডিয়ার স্টুডেন্ট, আমাদের অনলাইন মক টেস্ট গুলি পরপর আপডেট করা হচ্ছে এবং এই মকটেস্ট গুলি দিয়ে তোমরা তোমাদের একুইরিসি টেস্ট করতে পারবে । আগের mock test গুলি নীচে লিঙ্ক এ দেওয়া রয়েছে । 20 Created on February 09, 2022 Geography online mock test -6 চাকরির পরীক্ষায় আসা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বানানো একটি অনলাইন মক টেস্ট Sub Geography Time 12 min Question type MCQ Language Bengali Mode Online 1 / 25 1. আমেরিকা যুক্তরাষ্ট্রে ১৫ বছর বয়সের মধ্যে মােট জনসংখ্যার ২৫ শতাংশের কম বসবাস করেন। এই হিসেবটিভারতে কত ? A. ৪০ শতাংশ B. ৪৫ শতাংশ C. ৩০ শতাংশ D. ৩৫ শতাংশ 2 / 25 2. যদি বায়ুমণ্ডল না থাকত তবে আকাশের রং কী হত? A. সাদা B. কালাে C. স্বচ্ছ D. নীল 3 / 25 3. নিম্নের কোন দেশে সবচেয়ে আগে দিন শুরু হয় ? A. ইরান B. জাপান C. ফিজি D. মায়ানমার 4 / 25 4. ভূপৃষ্ঠের উপর কল্পিত প্রতি ডিগ্রি দ্রাঘিমারেখার সর্বাধিক দূরত্ব নিরক্ষরেখা বা বিষুবরেখার উপর প্রায় কত হতে পারে A. 100কিমি B. 110কিমি C. 75কিমি D. 50 কিমি 5 / 25 5. পৃথিবীতে উপগ্রহ কটি A. 2 টি B. 1টি C. 4 টি D. 3 টি 6 / 25 6. গ্রিনিচ মিন টাইম এবং পাকিস্তানি সময়ের মধ্যে পার্থক্য কত ? A. ৫ ঘণ্টা B. ৪ ঘণ্টা C. এদের কোনােটিই নয় D. ৬ ঘন্টা 7 / 25 7. বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী A. এক্সেস্ফিয়ার B. স্ট্যাটোস্ফিয়ার C. ট্রোপস্ফিয়ার D. প্রোটোস্ফিয়ার 8 / 25 8. হরারে হল- A. জিম্বাববায়ের রাজধানী B. তানজানিয়ার রাজধানী C. কেনিয়ার রাজধানী D. নাইজেরিয়ার রাজধানী 9 / 25 9. সূর্যের আলাে পৃথিবীতে পৌছাতে প্রায় কত সময় লাগে ? A. ৫ মিনিট B. ৮ মিনিট C. ১০ মিনিট D. ১৫ মিনিট 10 / 25 10. 500 দক্ষিণ অখ্যাংশ বরাবর যে বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় তাকে বলে A. সিরক্কো B. পাম্পেরো C. গর্জনশীল চল্লিশা D. ভযঙ্কর পঞ্চাশা 11 / 25 11. নিম্নের কোন্ মরুভূমিটি আফ্রিকাতে অবস্থিত নয় ? A. সাহারা B. কালাহারি C. এদের কোনােটিই নয় D. তাকলা মাকান 12 / 25 12. কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে A. আমেরিকা যুক্তরাষ্ট্র B. এদের কোনোটাই নয় C. রাশিয়া D. কানাডা 13 / 25 13. জীবাশ্ম দেখতে পাওয়া যায় একমাত্র A. পাললিক শিলাতে B. রূপান্তরিত শিলাতে C. এদের কোনোটাই নয় D. আগ্নেয় শিলাতে 14 / 25 14. পশ্চিমবঙ্গের রাঢ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হল A. তিস্তা B. জলঢাকা C. ময়ূরাক্ষী D. তোসা 15 / 25 15. নিম্নের কোন পর্বতশৃঙ্গ হিমালয় পর্বতশ্রেণিতে অবস্থিত নয় ? A. কাঞ্চনজঙ্ঘা B. গডউইন অস্টিন C. মাউন্ট এভারেস্ট D. মাকালু 16 / 25 16. ভিসুভিয়াস একটি A. ভঙ্গিল পর্বত B. ক্ষয়জাত পর্বত C. স্তুপ পর্বত D. আগ্নেয় পর্বত 17 / 25 17. হিমালয় পর্বতমালা কোন্ পর্বতমালার উদাহরণ A. আগ্নেয় পর্বত বা ভ্যালক্যানিক পর্বত B. ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউনটেন C. স্তূপ পর্বত বা ব্লক মাউনটেন D. এদের কোনটাই নয় 18 / 25 18. কোনও স্থানের সময় (স্থানীয় অথবা স্ট্যান্ডার্ড) কীসের উপর নির্ভর করে? A. অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ উভয়ের উপরেই B. দ্রাঘিমাংশ C. এদের কোনােটিই নয় D. অক্ষাংশ 19 / 25 19. কোন দুটি নদীর মিলিত প্রবাহে হলদি নদীর সৃষ্টি হয়েছে A. বকেশ্বর ও অজয় B. কোনোটাই নয় C. দ্বারকেশ্বর ও শিলাই D. কাসাই ও কেলেঘাই 20 / 25 20. হ্যারিকেন এক প্রকারের ঘূর্ণবাত যার সৃষ্টি হয় A. উষ্ণ সমুদ্রে B. শীতল নাতিশীতোষ্ণ স্রোতে C. শীতল সমুদ্রে D. উষ্ণ নাতিশীতোষ্ণ সমুদ্র থেকে 21 / 25 21. ভারতের উচ্চতম নদী বাঁধ কোনটি A. মাইথন B. তিলাইয়া C. হীরাকুদ D. ভাকরা 22 / 25 22. 600 দক্ষিণ অক্ষাংশের মধ্যে দিয়ে প্রবল বেগে প্রবাহিত বায়ু- A. ভয়ঙ্কর পঞ্চসা B. চিৎকার ষাটা C. গর্জনশীল চল্লি D. সিরোক্কো 23 / 25 23. কোনও স্থানের জলবায়ু বা ক্লাইমেট প্রায় কত দিনের গড় আবহাওয়া বা ওয়েদার হিসাব অনুসারে বিচার করা হয়? A. ৫ বছর B. ৩০ বছর C. ২০ বছর D. ১০ বছর 24 / 25 24. থর মালভূমিতে মিক (অনুদৈঘ্য)ধরণের চলমান বালিয়াড়িকে বলে A. বার্খান B. ধ্রিয়ান C. লোয়েস D. ধান্দ 25 / 25 25. গ্রাবারেখা তৈরি (প্রস্তর খণ্ড, বালি)আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে বলে A. ড্রামলিন B. বোগার ক্লে C. এস্কার D. ঢিল Your score is The average score is 53% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz অন্য ভূগোলের mock test গুলি —Mock Test -1 Mock Test -2 Mock Test -3 Mock Test -4Mock Test- 5 Join FB Group Advertisements