বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th February 2022.
1. ভারতের প্রথম পরাগযােগ পার্ক তৈরি করা হলাে
কোথায় ?
A. গুজরাট
B. উত্তরাখণ্ড
C. মহারাষ্ট্র
D. তামিলনাড়ু
☞উত্তরাখণ্ড
2. 2020 Eminent Engineer Award কে পেলেন?
A. বিনােদ কুমার যাদব
B. বিনােদ শর্মা
C. সুরজিত পান্ডে
D. হেমন্ত পান্ডে
☞বিনােদ কুমার যাদব
3. সম্প্রতি তানসেন সম্মান জয়ী পন্ডিত সতীশ ব্যাস, কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
A. সরােদ
B. সন্তুর
C. সেতার
D. বাঁশি
☞সন্তুর
4. ISRO-র চেয়ারম্যান হিসাবে ড. কে. সিভান-এর কার্যকাল কত দিন বাড়ানাে হল ?
A. 2 বছর
B. 1 বছর
C. 6 বছর
D. 1.5 বছর
☞1 বছর
5. সম্প্রতি প্রয়াত ইন্দিরা জোসেফ ভেন্নিউর, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
A. সঙ্গীত
B. রেডিও সম্প্রচারক
C. সাংবাদিকতা
D. সাহিত্য
☞রেডিও সম্প্রচারক
6. সম্প্রতি Leon Mendanca, ভারতের কততম দাবা গ্রান্ড মাস্টার হলাে-
A. 66 তম।
B. 65 তম।
C. 67 তম।
D. 69 তম
☞67 তম।
7.আদিবাসীদের সম্মান জানাতে জাতীয় সঙ্গীতে শব্দের পরিবর্তন করলাে কোন দেশ?
A. বাংলাদেশ
B. অস্ট্রেলিয়া
C. নিউজিল্যান্ড
D. দক্ষিণ আফ্রিকা
☞অস্ট্রেলিয়া
৪. সম্পূর্ণরূপে ব্রাজিলিয়ান স্পেস এজেন্সির তৈরি ‘Amazania-1’ নাম স্যাটেলাইটটি লঞ্চ করবে কোন সংস্থা?
A. NASA
B. ISRO
C. SpeceX
D. ESA
☞ISRO
9. আন্তর্জাতিক ব্রেইল দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?
A. 2 ফেব্রুয়ারি
B. 4 জানুয়ারি
C. 15 জুন
D. 3 মার্চ
☞4 জানুয়ারি
10. সম্প্রতি রেশমা মারিয়াস কোন রাজ্যের কনিষ্ঠতম।
পঞ্চায়েত সভাপতি হিসাবে নিযুক্ত হলেন?
A. কর্ণাটক
B. কেরালা।
D. মহারাষ্ট্র
C. তামিলনাড়ু
☞কেরালা।
Note : এরকম নতুন নতুন Current affairs পেতে আমাদের মেনুতে Current affairs পেজে যান
এবং সেখানে সূচিপত্র হিসেবে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস সাজানো রয়েছে আপনার যেটি প্রয়োজন সেটিতে ক্লিক করুন