All governor general of india pdf | History WBCS

Advertisements
Governor General in india

ভারতবর্ষের গভর্নর জেনারেল সমূহ

♕ওয়ারেন হেস্টিংস:(1772-1785)

☞ 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট এর দ্বারা দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করে।
☞ 1784 সালে উইলিয়াম জোনস এর সাথে মিলে এশিয়ারটিক সােসাইটি তৈরী করেন।
☞ চার্লস উইলকিন্স এর লেখা ‘ভগবত গীতার ইংরেজী অনুবাদের জন্য ভূমিকা লেখেন।
☞প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ (1776-82)
☞ দ্বিতীয় ইঙ্গ – মহীশূর যুদ্ধ (1780-84)
☞ নথি পত্রের দেখভাল করাকে বাধ্যতামূলক করেন
☞1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কলকাতায় প্রথম সুপ্রীম কোর্ট স্থাপন করেন।
☞ প্রথম রােহিলা যুদ্ধ 1774 সুজাউদদৌলা, আওয়াধের নবাবের মধ্যে যাকে ইংরেজ ও রােহিলা সমর্থন করতেন।
☞ স্যার ইলিজা ইম্পে, সুপ্রীম কোর্টের প্রথম প্রধান বিচারপতি।
☞হিন্দু ও মুসলমান আইনগুলির পুনঃনবীকরন করেন। “Code of Gentoo Laws” এর নীচে সংস্কৃত ভাষায় কোডের একটি অনুবাদ করা ছিল।
☞ তার সময়ে এডমন্ড বার্ক বিল (1783) পাশ হয়।
☞ তিনি বাংলাকে বিভিন্ন জেলাগুলিতে বিভক্ত করে। এছাড়াও কালেক্টর ও অন্যান্য রাজস্ব সংক্রান্ত কর্মী নিয়ােগকরে।
☞তার সময়ে অভিজ্ঞান শকুন্তলমকে ইংরাজিতে অনুবাদ করা হয়।

  • প্রশাসনিক সংস্কার:  দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং মুর্শিদাবাদ থেকে কলকাতায় টাঁকশাল স্থানান্তরিত হয়।জমিদারদের প্রশাসনিক অধিকার কেড়ে নেওয়া হয়। প্রতিটি জেলায় অসামরিক ও ফৌজদারি
    আদালত তৈরী হয়।

  • রাজস্ব সংস্কার:   কোম্পানী রাজস্ব আদায়ের দায়ত্বভার নিয়ে নেয়।

  • সামাজিক সংস্কার :     1781 সালে তিনি কলকাতা মাদ্রাসা স্থাপন করেন ইসলামিক শিক্ষার উন্নতির জন্য। এটি ছিল কোম্পানীর সরকার দ্বারা তৈরী প্রথম শিক্ষা প্রতিষ্ঠান।

  • অপসারণ:তিনি পিট ইন্ডিয়া অ্যাক্ট 1784 এর বিরুদ্ধে প্রতিবাদ করে। 1785 সালে ইস্তফা দেন। তাকে রােহিলা যুদ্ধের সময় নিপীড়নের দায়ে দোষী করা হয়। মহারাজা নন্দ কুমারের হত্যা। বেনারসের চাইত সিংহ এর সিংহাসনচ্যুতি এবং ঘুষ গ্রহণ এর জন্যই তিনি দোষী প্রমানিত হন। তার অপসারণের প্রক্রিয়া সাত বছর ধরে চলে (1788) থেকে 1795 পর্যন্ত। শেষ পর্যন্ত তিনি সব অভিযােগ থেকেনির্দোষ প্রমাণিত হন।

♕স্যার জন ম্যাকপরসন (1785-1786) :

☞তিনি সাময়িকভাবে এই পদে ছিলেন।

♕লর্ড কর্নওয়ালিশ (1786-1793):
  • বাংলায় চিরস্থায়ী :ভূমি চিরস্থায়ী ভাবে জমিদারদের দেওয়া হয় (1793 খ্রঃ) বার্ষিক সবাের্চ নিলামকারীর পরিবর্তে। এই প্রথা কোম্পানী ও জমিদার দুজনের ক্ষেত্রেই লাভবান প্রমানিত হয়। কিন্তু তা ছিল গরীব চাষীদের শ্রমের পরিবর্তে।
  • আইন সংস্কার : রাজস্ব কোর্টগুলির পুনর্গঠন, ক্রিমিনাল কোর্ট গঠন, কালেক্টরদের আইন সংক্রান্ত ব্যাপার থেকে নিষ্কৃতি প্রদান করেছিলেন। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি আইনসমূহকে বিধিবদ্ধ করেন, কর্নওয়ালিস কোডের মাধ্যমে।
  • পুলিশ সংস্কার: প্রতিটি জেলার ভিতরে একটি করে থানা তৈরী করা হয় (400 sq miles) এবং জমিদারদের পুলিশি কাজের থেকে বিরত রাখে।

☞ তিনি সূর্যাস্ত আইন প্রণয়ন করেন।
☞ তৃতীয় মহীশূর যুদ্ধ ও শ্রীরঙ্গপত্তনম সন্ধি স্বাক্ষর করেন।
☞ তাঁর আমলে ভারতে সিভিল সার্ভিসের পত্তন হয় এবং তাই তাকে সিভিল সার্ভিসের জনক বলা হয়।

♕স্যার জন শােরে (1793-1798):

☞তিনি “non intervention” নীতি গ্রহন করেন।
☞তিনি চিরস্থায়ী বন্দোবস্ত পরিকল্পনা করতে একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।
☞তিনি প্রথম চাটার অ্যাক্ট (1793) প্রবর্তন করেন।
☞নিজাম ও মারাঠাদের 1795 মধ্যে খারদার যুদ্ধ হয়, মারাঠারা জয়ী হয়।
☞ কন্যাভ্রুণ হত্যাকে নিষিদ্ধ করা হয়েছিল।
☞1793-98 অবধি সিলন দ্বীপপুঞ্জ মাদ্রাজ প্রদেশের অন্তর্ভুক্ত ছিল।

♕স্যার অ্যালুর্ত ক্লার্ক (1798):

☞তিনি সাময়িকভাবে এই পদে ছিলেন।

♕লর্ড ওয়েলেসলি (1798-1805):

☞ 1798 সালে বিখ্যাত অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন।
☞ চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয় এবং টিপু সুলতান মারা যায়।
☞ তিনি 1799 সালে “Censorship of Press Act” চালু করেন।
☞তিনি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ (1800) প্রতিষ্ঠা করেন। Civil Servant দের প্রশিক্ষণের জন্য।

অধিনতামূলক মিত্রতার নীতি (Subsidiary Alliance)

☞ব্রিটিশদের রাজনৈতিক ক্ষমতার মধ্যে ভারতের রাজ্যগুলিকে আনার জন্য ওয়েলেসলি অধিনতামূলক মিতার ।
☞এই নীতি অনুসারে, ভারতীয় মিত্র রাজ্যগুলির রাজারা তাদের প্রদেশের মধ্যে ব্রিটিশ সৈন্যবাহিনীর স্থায়ী ছাউনি গঠনকরতে বাধ্য থাকবে এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য ভাতা দান করবে। ব্রিটিশরা তাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আভ্যন্তরীণ ক্রিয়াকলাপে তারা কোন রকম অংশগ্রহণ করবে না। কিন্তু তারা এই প্রতিশ্রুতি কখনও-সখনও রাখতেন।
☞এর ফলে রাজ্যগুলির সেনাদল ভেঙে যায় এবং তারা ব্রিটিশদের রক্ষাকর্তায় পরিণত হয়।
☞1798 সালে হায়দ্রাবাদের নিজাম প্রথম এই স্বত্ববিলােপ নীতি গ্রহণ করেন, এরপর 1801 সালে আওয়াধের নবাব দ্বিতীয়বার এই নীতি গ্রহণ করেন।
☞এরপর একে একে পেশােয়া, ভোঁশলে, সিন্ধিয়া এবং জয়পুর ও যােধপুরের রাজপুতরা এই স্বত্ববিলােপ নীতি মেনে নেন

♕স্যার জর্জ বালো (1805-1807)

☞ তাঁর শাসনকালে অন্যতম গুরুত্বপূর্ন ঘটনা ছিল ভেলােরের বিদ্রোহ (1806) এই বিদ্রোহে ভারতীয় সেনারা অনেক ইংরেজ কর্মকর্তাকে হত্যা করে।
☞ দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ।

♕লর্ড মিন্টো (1807-1813)

☞তার সময়ে পারস্যের শাহদের সঙ্গে একটি সন্ধি ও রঞ্জিৎ সিং-এর সঙ্গে অমৃতসরের সন্ধি (1809) স্বাক্ষরিত হয়।
☞ তিনি স্যার চালস মেটকাফ এর সঙ্গে রঞ্জিৎ সিং-এর কোর্টে গিয়েছিলেন।
☞চার্টার অ্যাক্ট (1813) ইস্ট ইন্ডিয়া কোম্পানীর একাধিপত্য শেষ করে ভারতে।

♕লর্ড হেস্টিংস (1813-1823)

☞ তিনি ভারতীয়দের উচ্চপদে নিয়ােগ করেন। তিনি প্রথম ভার্নাকুলার নিউজ পেপার সমাচার প্রত্রিকা প্রকাশ করা শুরু করেন।  যুদ্ধ ও হস্তক্ষেপ নীতি গ্রহন করেন।
☞ইঙ্গ নেপাল যুদ্ধ (1814-1816) সাগৌলির সন্ধি স্বাক্ষর করেন। এই চুক্তি নেপালের সঙ্গে সীমান্তরেখা স্থাপন করে।
☞ তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ (1817-18)।
☞তাঁর সময়ে গভর্নর থমাস মুনরাে এবং চার্লস রিড মাদ্রাজে রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন।
☞ পেশােয়ার সঙ্গে পুনা চুক্তি হয় (1817)। পিন্ডারি দের দমন করেন।

♕জন অ্যাডাম (1823)

☞ তিনি সাময়িক ভাবে এইপদে ছিলেন।

♕লর্ড আমহার্স্ট (1823-1828)

☞ তার রাজত্বকালে প্রথম ইঙ্গ-ব্ৰহ্ম যুদ্ধ (1824-26) এবং ব্যারাকপুরে বিদ্রোহ (1824) হয়। তিনি Treaty of Vandabo সই করেন পেগুতে 1826 সালে, এই চুক্তির মাধ্যমে ব্রিটিশ ব্যবসায়ীরা বার্মার দক্ষিণে বসবাস শুরু করে।
☞মালয় উপদ্বীপ এবং ভরতপুর (1826) দখল করে।

♕উইলিয়াম বইলি (1828)

☞ তিনি সাময়িক ভাবে এই পদে ছিলেন।

♕লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (1828-1835)

☞তিনি ছিলেন সবথেকে উদার পন্থী ও শিক্ষিত গর্ভনর জেনারেল।
☞ 1833 চার্টার আইন অনুসারে, তাকে বলা হত ভারতে পাশ্চাত্য শিক্ষার জনক৷ (Father of Modern Western Education in India)। তিনি ভারতেরপ্রথম এবং বাংলার শেষ গর্ভনর জেনারেল ছিলেন। তিনি রঞ্জিত সিং-এর সঙ্গে মিত্রতা সন্ধি (1831) স্থাপন করেন।
☞ তিনি কুর্গ (1834) এবং মধ্যকাছার (1831) অধিগ্রহণ করেন।
☞ চার্টার অ্যাক্ট (1833)।

  •  প্রশাসনিক ও আইনীয় সংস্কার : প্রাদেশিক অ্যাপিল ও সার্কিট কোর্টকে বাতিল করলেন। মেজিস্ট্রেট-এর ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, ভারতীয় বিচারক নিয়ােগ, স্বদেশীয় এবং স্কটভাষার দ্বারা প্রতিস্থাপন করা, রেসিডুয়ারি সিস্টেম চালু, এলাহাবাদে সদর দেওয়ান আদালত তৈরী এবং আইন বিধিবদ্ধ হয়।
  • শিক্ষা সংস্কার :  মাকাউলের পরামর্শে ইংরেজী ভাষা নির্দেশ মূলক মাধ্যম হিসাবে গৃহীত হয়। 1835 সালে কলকাতায় মেডিক্যাল কলেজ স্থাপিত হয়।
  •  সামাজিক সংস্কার:1829 সালে সতীপ্রথার অবসান হয়। মধ্যভারতে ঠগীদের দমন করা হয়। কন্যাশিশু হত্যা ও মানুষাহুতি বন্ধ করা হয়। হিন্দু উত্তরাধিকার গঠন করা হয়।
♕স্যার চার্লস মেটকাফে (1835-36):

☞ তিনি সাময়িক ভাবে এই পদে ছিল। তিনি ভার্নাকুলার প্রেস-র উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নে। তিনি বিখ্যাত Press Law পাশ করেন। তিনি Liberator of Press নামে পরিচিত ছিলেন।

♕লর্ড অকল্যান্ড (1836-42)

☞তার রাজত্বকালে উল্লেখযােগ্য ঘটনা গুলি হল প্রথম আফগান যুদ্ধ এবং ইংরেজ, রঞ্জিত সিং ও আফগানিস্থানের শাহসুজার মধ্যে ত্ৰিপারটাইট সন্ধি (Tripartite Treaty) স্থাপন। 1839 সালে রঞ্জিত সিং মারা যান।

♕লর্ড এলেনবােৱাে (1842-44)

☞ তাঁর সময়কালে প্রথম আফগান যুদ্ধ শেষ হওয়ার জন্য জানা যায়। এই সময়ে সিন্ধু অঞ্চল ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হয় (1843), দাসত্বের অবসান ঘটান।
☞সিন্ধু কে অধিগ্রহণ করেন চালর্স নেপিয়ার। তিনি ছিলেন সিন্ধুর প্রথম গভর্নর। উইলিয়াম উইলবার ফোর্সবার্ড (1844)
☞তিনি সাময়িক ভাবে এই পদে ছিলেন।

♕লর্ড হার্ডিঞ্জ (1844-1848)

☞তার সময়কালে সবথেকে গুরুত্বপূর্ন ঘটনা ছিল প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ (1845-46) এবং লাহােরের সন্ধি।
☞তিনি শিশু কন্যা হত্যা এর মনুষ্যাহুতি প্রথা বিলুপ্ত করেন।
☞ তিনি (1847) সালে রুরকিতে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠা করেছিলেন।

♕লর্ড ডালহৌসি (1848-1856)

☞পরিচয় তিনি ছিলেন সর্বকণিষ্ঠ গভর্নর জেনারেল তিনি স্বত্ব বিলােপ নীতি প্রবর্তন করেন। তার সময়কালে দ্বিতীয় ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ হয়েছিল। লর্ড ডালহৌসি চেয়েছিলেন বার্মা থেকে অন্যন্য সকল ইউরােপীয় শক্তিকে বহিষ্কার করতে। তার সময়ে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ হয় এবং এই যুদ্ধ শিখদের ক্ষমতা শেষ করে দেয় এবং ব্রিটিশ সাম্রাজ্য সুদৃঢ় হয়।

  • প্রশাসনিক সংষ্কারঃ– বাংলার পৃথক লেফট্যানান্ট গভর্নর নিয়ােগ করা হয়। সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে নির্বাচন করা হয়।
  • সামরিক সংস্কারঃ-আর্টিলারি হেড কোয়ার্টার কলকাতা থেকে মীরাটে স্থানান্তরিত করা হয়। আর্মি হেডকোয়ার্টার সিমলাতে স্থানান্তরিত করা হয়। গােৰ্খা রেজিমেন্ট গঠন করা হয়।
  •  রেল : প্রথম রেললাইন লাগানাে হয় মুম্বাই থেকে থানেতে 1853 সালে।
  •  পােস্ট ও টেলিগ্রাফ:-পােস্টাল সিস্টেমের এটি শােধরানাে হয় এবং সমগ্র গুরুত্বপূর্ণ শহরগুলিকে টেলিগ্রাফ মাধ্যম দ্বারা যুক্ত করা হয় 1453 সালে।
  •  শিক্ষাঃ– শিক্ষা ক্ষেত্রে উডস্ ডেসপ্যাচ (1854) -র দ্বারা কলকাতায়, বােম্বে ও মাদ্রাজে লন্ডনের অনুকরনের বিশ্ব বিদ্যালয় তৈরি হয়। 1853 সালে ভারতীয় সিভিল সার্ভিসের জন্য প্রতিযােগীতা মূলক পরিক্ষার ব্যবস্থা করা হয়। তার সময়ে আরও যেই সব উল্লেখ যােগ্য ঘটনা ঘটে ছিল তা হল –
    ☞ধর্মীয় অক্ষমতা আইন, 1850 (Religious Disabilities Act 1850)
    ☞খেতাব ও ভাতার অবলুপ্তি
    ☞বিধবা বিবাহ আইন (1856)
    ☞সাঁওতাল বিদ্রোহ (1855 – 56)
    ☞চার্টার অ্যাক্ট (1853)
    ☞বিভিন্ন প্রদেশে আলাদা Public Works Department-এর প্রতিষ্ঠা করা হয়।
    ☞1854 সালে ‘গঙ্গা ক্যানাল’ খুলে দেওয়া হয়।
    ♕লর্ড ক্যানিং (1856-1858)

    ☞আওয়াধ অধিগ্রহণ, হিন্দু বিধবা বিবাহ আইন পাশ (1857), কলকাতা, মাদ্রাজ ও বােম্বেতেবিশ্ববিদ্যালয় স্থাপন, 1857-র মহাবিদ্রোহ।
    ☞1856 সালে জেনারেল সার্ভিস এনলিষ্টমেন্ট অ্যাক্টটা পাশ করা হয়েছিল যাতে বাংলার সৈন্যরা বাধ্য হয়ে দেশের বাইরে গিয়ে সেবা প্রদান করে।

Join our Telegram Group

For more history Study materials go to our history page

Advertisements

1 thought on “All governor general of india pdf | History WBCS”

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now