Constitution assembly-সংবিধান সভা free pdf download

Advertisements
CONSTITUENT ASSEMBLY

সংবিধান সভা গঠনের পটভূমি:

স্বাধীন ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গড়ে ওঠে গণপরিষদ। গণপরিষদ যেভাবে অত্যন্ত দ্রুততার সঙ্গে বিশ্বের বৃহত্তম সংবিধান রচনা করেছে তা প্রশংসনীয়। তাই অধ্যাপক জোহারি বলেছেন, “গণপরিষদ কর্তৃক সংবিধান রচনা বর্তমান শতকের একটি উল্লেখযােগ্য ঘটনা।

সংবিধান সভার প্রথম অধিবেশন কবে এবং কোথায় বসেছিল ?

উত্তর:- ভারত স্বাধীন হওয়ার আগেই ক্যাবিনেট কমিশনের সুপারিশ অনুযায়ী ১৯৪৬ খ্রিস্টাব্দে দেশের জনগণের মধ্যে থেকে কয়েজনকে প্রতিনিধি হিসাবে নিয়ে একটি সংস্থা গঠিত হয়। এই সংস্থা দেশ ও দেশের জনগণের জন্য একটি সংবিধান প্রনয়ন করে। এই সংস্থাটি গণপরিষদ বা সংবিধান সভা নামে পরিচিত ।

১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ই ডিসেম্বর নতুন দিল্লীর ‘কনস্টিটিউশন হলে’ ড: রাজেন্দ্রপ্রাসাদের সভাপতিত্বে সংবিধান সভার প্রথম অধিবেশন বসে।

ভারতের সংবিধান সভা বা গণপরিষদের প্রধান লক্ষ্য:-

১) স্বাধীন ভারতের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর রূপরেখা অঙ্কন করা।

২) সামাজিক বিপ্লবের কাজকে সম্পূর্ণ করা ।

৩) প্রতিটি ভারতবাসীকে তার নৈপুণ্য অনুযায়ী আত্মবিশ্বাসের জন্য সর্বাধিক সুযোগ প্রদান করা ।

Sessions of the Constituent Assembly

First Session: 9-23 December, 1946
Second Session: 20-25 January, 1947
Third Session: 28 April – 2 May, 1947
Fourth Session: 14-31 July, 1947
Fifth Session: 14-30 August, 1947
Sixth Session: 27 January, 1948
Seventh Session: 4 November,1948 – 8 January, 1949
Eighth Session: 16 May – 16 June, 1949
Ninth Session: 30 July – 18 September, 1949
Tenth Session: 6-17 October, 1949
Eleventh Session: 14-26 November, 1949

ভারতের সংবিধান সভা  থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ –

প্রথম ভারতীয় সংবিধান সভা কত সালে ও কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল ?
Ans :- 9th December, 1946 সাল 
 ভারতীয় সংবিধান রচনা কালে কতদিন সময় লেগেছিল?
Ans:-2বছর 11 মাস 18 দিন
ভারতীয় সংবিধান সভায় নির্বাচিত সভাপতি হয়েছিলেন কে?
Ans:-ডক্টর রাজেন্দ্র প্রসাদ
ভারতীয় সংবিধান সভায় কাকে উপদেষ্টা হিসেবে গ্রহণ করা হয়েছিল
Ans:-স্যার B.N রাও

প্রতিদিন নিয়মিত উপডেট পেতে আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল এ যোগ দিন 

Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now