Advertisements
প্রিয় ছাত্র ছাত্রীরা,
আমাদের নিচের পোস্টটি ব্রিটিশ আমলে ভারতের সংগঠিত যে সমস্ত কৃষক বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের স্থান ,সময়কাল, বিদ্রোহের নেতা এবং সেই সময়ে ভারতবর্ষের গভর্নর জেনারেল কারা কারা ছিল তার পুরো তালিকা একটি পিডিএফ এ প্রকাশ করা হলো তোমরা এই পিডিএফ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করো ।এবং যারা চাকরির জন্য পড়াশুনা করছে তাদের নীচে share bottom থেকে share করো ।
বিদ্রোহ | স্থান | সময়কাল | বিদ্রোহের নেতা | তৎকালীন ব্রিটিশ শাসক |
*পারলাকিমেড়ি বিদ্রোহ | ওড়িশা | 1829-35 | জগন্নাথ গজপতি নারায়ণ রাও | লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক |
* নীল বিদ্রোহ | বাংলা | 1859-60 | বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস | লর্ড ক্যানিং |
* পাবনা | বাংলা | 1873-76 | ঈশানচন্দ্র রায়, শম্ভু পাল, খোদি মোল্লাহ | লর্ড নর্থব্রুক |
*দাক্ষিণাত্যে দাঙ্গা | মহারাষ্ট্র | 1875 | ------- | লর্ড নর্থব্রুক |
* রামোসি বিদ্রোহ | মহারাষ্ট্র | 1879 | বাসুদেব বলবন্ত ফাড়কে | লর্ড লিটন |
* চম্পারণ | বিহার | 1917 | মহাত্মা গান্ধি | লর্ড চেমসফোর্ড |
* খেদা | গুজরাত | 1918 | মহাত্মা গান্ধি, বল্লভভাই প্যাটেল | লর্ড চেমসফোর্ড |
* মোপলা | কেরালা | 1921 | সৈয়দ আলি, সৈয়দ ফাজল | লর্ড রিডিং |
* বোরদলি | গুজরাত | 1928 | বল্লভভাই প্যাটেল | লর্ড আরউইন |
* ইউপি কৃষক সভা | উত্তরপ্রদেশ | 1918 | ইন্দ্রনারায়ণ দ্বিবেদী এবং গৌরীশঙ্কর মিশ্র | লর্ড চেমসফোর্ড |
* অবধ কৃষক সভা | উত্তরপ্রদেশ | 1920 | বাবা রামচন্দ্র, জওহরলাল নেহরু | লর্ড চেমসফোর্ড |
* ইকা বিপ্লব | উত্তরপ্রদেশ | 1921-22 | মাদারি পাসি | লর্ড রিডিং |
* ফরেস্ট সত্যাগ্রহ | দক্ষিণ ভারত | 1930 | এনভি রামানাইডু, এনজি রাঙ্গা | লর্ড আরউইন |
* সারা ভারত কৃষক সভা | লক্ষ্ণৌ | 1936 | স্বামী সহজানন্দ | লর্ড লিনলিথগো |
* তেভাগা | বাংলা | 1946 | অজিত বসু, বিষ্ণু চট্টোপাধ্যায়, ইলা মিত্র | লর্ড ওয়াভেল |
* তেলেঙ্গানা | অন্ধ্রপ্রদেশ | 1946-51 | পি সুন্দরাইয়া | লর্ড ওয়াভেল (শুরুতে) |
File Name :
File Size:
Format: PDF
Quality: High
Pages : 3
Language : Bengali
Advertisements