GK 2022 | Current affairs free download

Advertisements
Current Affairs 2022

Current affairs 2022

Current affairs 2022 বর্তমানে চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে যে সমস্ত চাকরির পরীক্ষা নেওয়া হচ্ছে সুগুলি তে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই থাকে তাই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো মন দিয়ে পড়ো এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুলো প্রয়োজনমতো খাতায় নোট করো।

1. সম্প্রতি নিন্মােক্ত কোন সংস্থাটি IRDA) কর্তৃক ২০২১-২২ সালের ‘Doniestic Systematically Important Insurers’ হিসাবে চিহ্নিত হয়েছে ?

(a) LIC
(b) NIA
(c) GIC
(d) (a), (b) এবং (c) সকলেই

(d) (a), (b) এবং (c) সকলেই



2. সম্প্রতি কোন বিমা সংস্থা সমস্ত ধরনের বিমা পরিষেবা অনলাইনে দেওয়ার জন্য মুম্বাইয়ে ‘ডিজি জোন’ চালু করেছে ?

(a) জিআইসি
(b) এনআইএ
(c) এলআইসি
(d) এনআইসি

(c) এলআইসি



3. সম্প্রতি কে বিহারের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন?

(a) রাজীব স্বরূপ
(b) অতুল প্রসাদ
(c) পি রবিকুমার
(d) আমীর শুভানি

(d) আমীর শুভানি



4.সম্প্রতি কোন ব্যাঙ্ক ‘ICC’-এর প্রায় 10% শেয়ার অধিগ্রহণ

করতে চলেছে?
(a) PNB
(b) SBI
(c) Axis Bank
(d) HDFC Bank

b) SBI



5. সম্প্রতি রাজীব আহুজা কোন ব্যাঙ্কের এমডি এবং সিইও হিসাবেনিযুক্ত হলেন?

(a) RBL TIE
(b) বন্ধন ব্যাঙ্ক
(c) কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
(d) এসবিআই

(a) RBL TIE



6. সম্প্রতি কোন দেশ ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের’ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হতে চলেছে?

(a) নেপাল
(b) মিশর
(c) ইতালি
(d) ইরান |

(b) মিশর



7. সম্প্রতি কে, ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিজি হিসাবে নিযুক্ত হলেন?

(a) রঞ্জন গুপ্তা
(b) হরিশ বিস্ত
(c) বীরেন্দর সিং পাথানিয়া
(d) কৃষ্ণস্বামী নটরাজন

(c) বীরেন্দর সিং পাথানিয়া



8.সম্প্রতি কোন রেল স্টেশনের নাম পরিবর্তন করে ‘বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন’ রাখা হয়েছে?

(a) হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন
(b) কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন
(c) ঝাসি রেলওয়ে স্টেশন
(d) বিনা জংশন রেলওয়ে স্টেশন

(c) ঝাসি রেলওয়ে স্টেশন



9.কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক কার নেতৃত্বে এনার্জি ট্রানজিশন অ্যাডভাইজরি কমিটি গঠন করল?

(a) তরুণ কাপুর
(b) আলােক ট্যান্ডন
(c) এমএম কুট্টি
(d) আলিরাজা ভুট্টা

(a) তরুণ কাপুর



10. সম্প্রতি প্রয়াত বিজয় গালানি কোন পেশার সঙ্গে জড়িত ছিলেন ?

(a) চলচ্চিত্র প্রযােজক
(b) সাহিত্যিক
(c) সংগীতশিল্পী
(d) স্ক্রিপ্টরাইটার

(a) চলচ্চিত্র প্রযােজক



11. সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন ব্যাঙ্ককে ‘encash Elecoral Bonds’ ইস্যু করার অনুমতি দিয়েছে ?

(a) এসবিআই
(b) ব্যাঙ্ক অফ বরােদা
(c) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(d) সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্ক

(a) এসবিআই



12. সম্প্রতি কোন দল ২০২১-২০২২ মরশুমের বিজয় হাজারে ট্রফি জয়লাভ করল ?

(a) তামিলনাড়ু
(b) কর্নাটক
(c) গুজরাট
(d) হিমাচল প্রদেশ

(d) হিমাচল প্রদেশ



13. সম্প্রতি কোন ব্যাঙ্ক ‘পয়সাবাজার ডট কম’-এর যৌথ সহযােগিতায় Pre Qualified Program’ 519 2015?

(a) ইদাসিন্দ ব্যাঙ্ক
(b) ইয়েস ব্যাঙ্ক
(c) অ্যাক্সিস ব্যাঙ্ক
(d) এইচডিএফসি ব্যাঙ্ক

(c) অ্যাক্সিস ব্যাঙ্ক



14. সম্প্রতি কোন দেশ ১০টি নতুন ‘Tsirkon (zircon) hypersonic cruise missiles’-এর সফল পরীক্ষা করেছে?

(a) জার্মানি
(b) ইউএসএ
(c) ইজরায়েল
(d) রাশিয়া

(d) রাশিয়া



15. সম্প্রতি প্রয়াত রে ইলিংওয়ার্থ কোন দেশের ক্রিকেটার ছিলেন?

(a) ইংল্যান্ড
(b) নিউজিল্যান্ড
(c) অস্ট্রেলিয়া
(d) দক্ষিণ আফ্রিকা

(a) ইংল্যান্ড



16. সম্প্রতি কবে ‘ওয়ার্ল্ড ব্রেইল ডে’ উদযাপিত হল?

(a) ৩ জানুয়ারি
(b) ৪ জানুয়ারি
(c) ৫ জানুয়ারি
(d) ১ জানুয়ারি

(b) ৪ জানুয়ারি



17. সম্প্রতি কে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ হিসাবে নিযুক্ত হলেন ?

(a) এ এস রাজীব
(b) মল্লিকার্জুন রাও
(c) শান্তিলাল জৈন
(d) অতুল কুমার গােয়েল

(d) অতুল কুমার গােয়েল



18.সম্প্রতি কে ২০২০ সালের ‘রেডইংক অ্যাওয়ার্ড ফর জার্নালিস্ট অফ দ্য ইয়ার’-এ ভূষিত হলেন?

(a) রােহিত সরদানা
(b) ড্যানিশ সিদ্দিকি
(c) রানা আয়ুৰ
(d) আরফিন শেরওয়ানি

(b) ড্যানিশ সিদ্দিকি



19.সম্প্রতি কে রেলওয়ে বাের্ডের চেয়ারম্যান ও সিইও হিসাবে নিযুক্ত হলেন?

(a) সঞ্জয় চান্দের
(b) বিনয় কুমার ত্রিপাঠী
(c) রবীন্দর গুপ্তা
(d) সঞ্জীব মিওল

(b) বিনয় কুমার ত্রিপাঠী



20, NTPC Ltd, সম্প্রতি PXIL-এর কত শতাংশ শেয়ার অধিগ্রহণ করল ?

(a) ৫%
(b) ৩%
(c) ৬%
(d) ৪%

(a) ৫%



21. বাল্যবিবাহ নিষিদ্ধ করণ (সংশােধনী) বিল ২০২১-এর পর্যালােচনার জন্য কয় সদস্যের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি গঠিত হল ?

(a) ৩১ জন
(b) ৩৫ জন
(c) ২৫ জন
(d) ২১ জন

(a) ৩১ জন



22. সম্প্রতি কোন রাজ্য ভারতের প্রথম এলপিজি সক্ষম এবং ধোঁওয়া মুক্ত রাজ্যের তকমা লাভ করল?

(a) ওয়াট
(b) পশ্চিমবঙ্গ
(c) হিমাচল প্রদেশ
(d) ওড়িশা

(c) হিমাচল প্রদেশ



23. সম্প্রতি বিশ্বের কোন কোম্পানির মার্কেট ক্যাপিটাল ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে ?

(a) মাইক্রোসফট
(b) স্যামসাং
(c) অ্যামাজন
(d) আপেল

(d) আপেল



24. সম্প্রতি প্রয়াত রিচার্ড লিকি কোন দেশের অধিবাসী ছিলেন?

(a) সুইডেন
(b) নাইজেরিয়া
(c) কেনিয়া
(d) ব্রিটিশ যুক্তরাজ্য

(c) কেনিয়া



25. সম্প্রতি কে, ওএনজিসি’র সিএমডি হিসাবে নিযুক্ত হলেন?

(a) দীপা চাধা
(b) রীনা জেটলি
(c) অলকা মিত্তল
(d) মনীশা পাঠক

(c) অলকা মিত্তল



26. কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রকাশিত রিপাের্ট অনুযায়ী ডিসেম্বর ২০২১ অনুযায়ী মােট কত টাকা জিএসটি হিসাবে সংগ্রহ হয়েছে?

(a) ১.২৯ কোটি টাকা
(b) ১.০৪ কোটি টাকা
(c) ১.৪৪ কোটি টাকা
(d) ১.৮০ কোটি টাকা

(a) ১.২৯ কোটি টাকা



27, সম্প্রতি কোন কোম্পানি রাজস্থানের বিকানীরে ৬০০ মেগাওয়াট শক্তি উৎপাদনে সক্ষম সৌরবিদ্যুৎ উৎপাদন প্রােজেক্ট চালু করেছে? |

(a) বিক্রম সােলার
(b) লুম সােলার
(c) টাটা পাওয়ার সােলার
(d) আজুর পাওয়ার গ্লোবাল

(d) আজুর পাওয়ার গ্লোবাল



28. সম্প্রতি কে, ভিস্তারা এয়ারলাইনের সিইও হিসেবে নিযুক্ত হলেন?

(a) নিয়ন্ত মারু
(b) হামিশ মাক্সওয়েল
(c) গুজট সিং মালহি
(d) বিনােদ কান্নন

(d) বিনােদ কান্নন



29. সম্প্রতি কে NMCG-এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন?

(a) জি অশােক কুমার
(b) অশােক কুমার সিং
(c) ডি পি মাথুরিয়া
(d) বিনােদ কুমার

(a) জি অশােক কুমার



30. ভারতীয় নৌবাহিনী কোথায় দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহড়া “মিলন আয়ােজন করল ?

(a) পাের্টব্লেয়ার
(b) বিশাখাপত্তনম
(c) পানাজি
(d) কোচি

(b) বিশাখাপত্তনম



31. সম্প্রতি কোন সংস্থা ‘PM POSHAN’ স্কিমকে উন্নত করতে “The Akshaya Patra Foundation’ (TAPF) 7657 Te অংশীদারিত্ব করেছে ?

(a) UNDP India
(b) WFP India
(C) UNICEF India
(d) World Bank

(b) WFP India



32. সম্প্রতি কোন দেশ ‘ISA’-এর ১০২তম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হল?

(a) কেনিয়া
(b) দক্ষিণ আফ্রিকা
(c) চীন
(d) অ্যান্টিগুয়া এবং বারবুডা

(d) অ্যান্টিগুয়া এবং বারবুডা



33. সম্প্রতি RBI কোন পেমেন্ট ব্যাঙ্ককে সিডিউলড পেমেন্ট ব্যাঙ্কের মর্যাদা প্রদান করল?

(a) পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক
(b) ফিনাে পেমেন্টস ব্যাঙ্ক
(c) এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক
(d) জিও পেমেন্টস ব্যাঙ্ক

(c) এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক



34. সম্প্রতি কোন ব্যাঙ্ক ‘Uipath Automation Excellence Awards • 2021′ – এ ভূষিত হল?

(a) এইচডিএফসি ব্যাঙ্ক
(b) সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক
(c) আরবিএলব্যাঙ্ক
(d) কর্নাটক ব্যাঙ্ক

(b) সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক



35. সম্প্রতি কে, সংখ্যাতত্ত্ববিদ্যায় প্রথম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম নথিভুক্ত করলেন?

(a) রজত নায়াব
(b) শ্বেতা জুম্মানি
(c) অনুপম ভি কপিল
(d) জে সি চৌধুরি

(d) জে সি চৌধুরি



36. সম্প্রতি কোন ক্রিকেটার ব্যাঙ্ক অফ বরােদার ‘ব্র্যান্ড এন্ড্রোসার’ হিসাবে নিযুক্ত হলেন?

(a) তানিয়া ভাটিয়া
(b) মিতালি রাজ
(c) দীপ্তি শর্মা
(d) শেফালি ভার্মা

(d) শেফালি ভার্মা



37. সম্প্রতি কে, আরবিআই-এর এগজিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন?

(a) দীপক কুমার
(b) রাজেশ্বর রাও
(c) অজয় কুমার চৌধুরি
(d) (a) এবং (c) উভয়েই

d) (a) এবং (c) উভয়েই



38, সৈয়দ মােদী ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসে কে জয়লাভ করলেন?

(a) পি ভি সিন্ধু
(b) সাইনা নেহওয়াল
(c) মালবিকা বংশােদ
(d) অনুপমা উপাধ্যায়

(a) পি ভি সিন্ধু



39. সম্প্রতি চালু হওয়া ভারতের প্রথম ক্রিপ্টোকারেন্সি ইনডেক্স-এ কত সংখ্যাক ক্রিপ্টোকারেন্সি’জ অংশ গ্রহণ করেছে?

(a) ১৫টি
(b) ১০টি
(c) ২০টি
(d) ১২টি

(a) ১৫টি



40. সম্প্রতি কোথায় ‘ইন্টারন্যাশনাল যােগা অ্যাকাডেমি’ গড়ে উঠতে চলেছে?

(a) হায়দরাবাদ
(b) দেরাদুন
(c) ইন্দোর
(d) আগ্রা

(a) হায়দরাবাদ



41. সম্প্রতি কোন ব্যাঙ্ক ‘পাইন ল্যাবস প্রাইভেট লিমিটেড’-এ ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়ােগ করেছে?

(a) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(b) ব্যাঙ্ক অফ বরােদা
(c) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(d) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

(c) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া



42. সম্প্রতি কে USIBC-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন?

(a) মিলিন্দ পান্ট
(b) নিশা বিশাল
(c) অতুল কেশপ
(d) বিজয় আদানি

(c) অতুল কেশপ



43. সম্প্রতি মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে যে নতুন ইন্টিগ্রেটেড টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীকেই সেই

বিমানবন্দর কোথায় অবস্থিত ?
(a) সিকিম
(b) ত্রিপুরা
(c) অরুণাচল প্রদেশ
(d) মণিপুর

(b) ত্রিপুরা



44. সম্প্রতি প্রয়াত সিন্ধুতাই সাপকাল কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন?

(a) ক্রিকেটার
(b) চলচ্চিত্র
(c) সমাজকর্মী
(d) রাজনীতিবিদ

(c) সমাজকর্মী



45. সম্প্রতি কে ইউএন সিকিউরিটি কাউন্সিল কাউন্টার টেররিজম |
কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন ?
(a) টি এস তিরুমূর্তি
(b) বিকাশ স্বরূপ
(c) হর্ষ বর্ধন শ্রিংলা
(d) সৈয়দ আকবরউদ্দিন ।

(a) টি এস তিরুমূর্তি



46 সম্প্রতি কোথায় লােসার উৎসব’ উদযাপিত হল?

(a)লাদাখ
(b) গােয়া
(c) উত্তরাখণ্ড
(d) কেরল

(a)লাদাখ



47. NPCI Bharat Bill Pay কর্তৃক চালু করা ‘UPMS’ পরিষেবার পুরাে নাম কী ?

(a) Uninterrupted Presentment Management System
(b) Unified Presentment Management System
(c) Utility. Presentment Management System
(d) Universal Presentment Management System

(b) Unified Presentment Management System



48. সম্প্রতি প্রয়াত ‘ভিক্টর দানিলােভিচ সানিয়েভ’ কোন ক্রীড়া ক্ষেত্রেরসঙ্গে সংযুক্ত ছিলেন ?

(a) টেনিস
(b) ব্যাডমিন্টন
(c) জ্যাভলিন থ্রো
(d) ট্রিপল জাম্প

(d) ট্রিপল জাম্প



49. প্রতিবছর কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রামনাথ গােয়েঙ্কাঅ্যাওয়ার্ডস প্রদান করা হয়?

(a) বিজ্ঞান ও প্রযুক্তি
(b) ক্রীড়া
(C) সাংবাদিকতা
(d) সাহিত্য

(C) সাংবাদিকতা



50. সম্প্রতি ফ্রান্সে করােনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে । তার নাম কী?

(a) Florona
(b) IHU
(c) CHI
(d) FPV

IHU


Advertisements

Leave a Comment

Advertisements
Button
WhatsApp Group Join Now
Telegram Group Join Now