Current affairs 17th February 2022
1.2021 সালের ‘Single Window clearance System’ চালু করলেন কে?
A. অমিত শাহ
B. রাজনাথ সিং
C. পীযুষ গােয়েল
D, নরেন্দ্র মােদী
(A) অমিত শাহ।
ব্যাখ্যা : কয়লা খনির কাজকর্ম আরও মসৃণ করতে অমিত শাহ ‘Single Window Clearance System’ চালু করেছেন।
2.তামিলনাড়ুর কোথায় জয়ললিতা মেমােরিয়ালের উদ্বোধন করা হল ?
A. কোয়েম্বাটোর
B. চেন্নাই
D. তিরুচিরাপল্লি
C. মাদুরাই
(B) চেন্নাই
ব্যাখ্যা : এটির উদ্বোধন করলেন তামিলনাড়ুর বর্তমান
মুখ্যমন্ত্রী-ইজাগ্লাডি কে. পালানিস্বামী। জয়ললিতা 1991সাল থেকে 2016 সাল পর্যন্ত মােট 6 বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন।
3.সম্প্রতি প্রয়াত প্রশান্ত ভােরা কোন খেলার সঙ্গে
যুক্ত ছিলেন ?
A. ক্রিকে
B হকি
C. ফুটবল
D. ব্যাডমিন্টন
(C) ফুটবল।
ব্যাখ্যা : তিনি ভারতের প্রখ্যাত গােলকিপার। তিনি
মােহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয় দলের হয়ে খেলেছেন। মৃত্যুকালীন তার বয়স 44 বছর।
4.বিশ্বের দ্রুত বিকশিত Tech Hub-এর তকমা পেল কোন শহর?
A. লন্ডন
B. মুম্বই
C. বেঙ্গালুরু
D. প্যারিস
C) বেঙ্গালুরু।
ব্যাখ্যা: দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডন।
5.Face ‘Most Valued IT Services Brand’ তালিকায় ভারতের Tata Consultancy services
(TCS)-এর স্থান কত?
A. প্রথম
B. তৃতীয়
C. পঞ্চম
D. সপ্তম
(B) তৃতীয়।
ব্যাখ্যা :এই তালিকায় প্রথম স্থানে আছে আয়ারল্যান্ডের Accenture.
6.Corruption Perception Index 2020
ভারতের স্থান কত?
A. 96
B. 86
C. 88
D. 79
(B) 86
ব্যাখ্যা : এই তালিকায় প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড ওডেনমার্ক।
7.প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত মূক নাট্যে প্রথম পুরস্কারপেল কোন রাজ্য?
A. উত্তরপ্রদেশ
B. ত্রিপুরা
C. গুজরাট
D. মেঘালয়।
(A) উত্তরপ্রদেশ।
ব্যাখ্যা : এই রাজ্য ‘রামমন্দির’ এর প্রতিকৃতি বানিয়েছিল।
8.Asia-Pacific Personalized Health Index-a ভারতের স্থান কত?
A. 7
B. 10
C. 5
D. 26
(B) 10
ব্যাখ্যা: প্রথম স্থানে আছে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে তাইওয়ান।
9. দেশের 6 টি রাজ্যের বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য কোন সংস্থার সাথে 500 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করলাে ভারত?
A. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
B. বিশ্ব ব্যাঙ্ক
C. জাতি সংঘ
D. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
(B) বিশ্ব ব্যাঙ্ক।
ব্যাখ্যা : সেই 6 টি রাজ্য হলাে হিমাচল প্রদেশ,
কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং রাজস্থান।
10.কে সম্প্রতি দেশের সবচেয়ে কনিষ্ঠ শব ডােনার হয়ে উঠেছেন?
A. সুরভি গুপ্ত
B. অনুকৃতি মিশ্র
C. ধনিষ্ঠা
D. অদিতি বিজাত
(C) ধনিষ্ঠা।
ব্যাখ্যা মাত্র 20 মাসে প্রয়াত শিশু ধনিষ্ঠা ভারতের
কনিষ্ঠতম Cadaver Donor। মৃত্যুর পরে হৃদপিন্ড, যকৃত,কিডনি এবং উভয় কর্ণিয়া দান করা হয়েছে।করেছেন।
Note : এরকম নতুন নতুন Current affairs পেতে আমাদের মেনুতে Current affairs পেজে যান
এবং সেখানে সূচিপত্র হিসেবে বিভিন্ন স্টাডি মেটেরিয়ালস সাজানো রয়েছে আপনার যেটি প্রয়োজন সেটিতে ক্লিক করুন