Geography Competitive Examination Question mock test -6By admin / February 9, 2022 ডিয়ার স্টুডেন্ট, আমাদের অনলাইন মক টেস্ট গুলি পরপর আপডেট করা হচ্ছে এবং এই মকটেস্ট গুলি দিয়ে তোমরা তোমাদের একুইরিসি টেস্ট করতে পারবে । আগের mock test গুলি নীচে লিঙ্ক এ দেওয়া রয়েছে । 21 Created on February 09, 2022 Geography online mock test -6চাকরির পরীক্ষায় আসা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বানানো একটি অনলাইন মক টেস্ট Sub Geography Time 12 min Question type MCQ Language Bengali Mode Online 1 / 251. যদি বায়ুমণ্ডল না থাকত তবে আকাশের রং কী হত? A. কালাে B. স্বচ্ছ C. নীল D. সাদা 2 / 252. হ্যারিকেন এক প্রকারের ঘূর্ণবাত যার সৃষ্টি হয় A. শীতল নাতিশীতোষ্ণ স্রোতে B. উষ্ণ নাতিশীতোষ্ণ সমুদ্র থেকে C. উষ্ণ সমুদ্রে D. শীতল সমুদ্রে 3 / 253. পশ্চিমবঙ্গের রাঢ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হল A. তিস্তা B. তোসা C. ময়ূরাক্ষী D. জলঢাকা 4 / 254. হরারে হল- A. তানজানিয়ার রাজধানী B. নাইজেরিয়ার রাজধানী C. জিম্বাববায়ের রাজধানী D. কেনিয়ার রাজধানী 5 / 255. জীবাশ্ম দেখতে পাওয়া যায় একমাত্র A. আগ্নেয় শিলাতে B. এদের কোনোটাই নয় C. পাললিক শিলাতে D. রূপান্তরিত শিলাতে 6 / 256. বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী A. প্রোটোস্ফিয়ার B. এক্সেস্ফিয়ার C. স্ট্যাটোস্ফিয়ার D. ট্রোপস্ফিয়ার 7 / 257. কোন দুটি নদীর মিলিত প্রবাহে হলদি নদীর সৃষ্টি হয়েছে A. দ্বারকেশ্বর ও শিলাই B. কাসাই ও কেলেঘাই C. বকেশ্বর ও অজয় D. কোনোটাই নয় 8 / 258. 500 দক্ষিণ অখ্যাংশ বরাবর যে বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় তাকে বলে A. গর্জনশীল চল্লিশা B. সিরক্কো C. পাম্পেরো D. ভযঙ্কর পঞ্চাশা 9 / 259. গ্রিনিচ মিন টাইম এবং পাকিস্তানি সময়ের মধ্যে পার্থক্য কত ? A. এদের কোনােটিই নয় B. ৫ ঘণ্টা C. ৪ ঘণ্টা D. ৬ ঘন্টা 10 / 2510. পৃথিবীতে উপগ্রহ কটি A. 4 টি B. 3 টি C. 2 টি D. 1টি 11 / 2511. কোনও স্থানের জলবায়ু বা ক্লাইমেট প্রায় কত দিনের গড় আবহাওয়া বা ওয়েদার হিসাব অনুসারে বিচার করা হয়? A. ২০ বছর B. ১০ বছর C. ৩০ বছর D. ৫ বছর 12 / 2512. কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে A. আমেরিকা যুক্তরাষ্ট্র B. কানাডা C. এদের কোনোটাই নয় D. রাশিয়া 13 / 2513. সূর্যের আলাে পৃথিবীতে পৌছাতে প্রায় কত সময় লাগে ? A. ১৫ মিনিট B. ৫ মিনিট C. ৮ মিনিট D. ১০ মিনিট 14 / 2514. নিম্নের কোন পর্বতশৃঙ্গ হিমালয় পর্বতশ্রেণিতে অবস্থিত নয় ? A. মাকালু B. গডউইন অস্টিন C. মাউন্ট এভারেস্ট D. কাঞ্চনজঙ্ঘা 15 / 2515. আমেরিকা যুক্তরাষ্ট্রে ১৫ বছর বয়সের মধ্যে মােট জনসংখ্যার ২৫ শতাংশের কম বসবাস করেন। এই হিসেবটিভারতে কত ? A. ৩৫ শতাংশ B. ৩০ শতাংশ C. ৪৫ শতাংশ D. ৪০ শতাংশ 16 / 2516. হিমালয় পর্বতমালা কোন্ পর্বতমালার উদাহরণ A. ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউনটেন B. আগ্নেয় পর্বত বা ভ্যালক্যানিক পর্বত C. স্তূপ পর্বত বা ব্লক মাউনটেন D. এদের কোনটাই নয় 17 / 2517. 600 দক্ষিণ অক্ষাংশের মধ্যে দিয়ে প্রবল বেগে প্রবাহিত বায়ু- A. ভয়ঙ্কর পঞ্চসা B. সিরোক্কো C. চিৎকার ষাটা D. গর্জনশীল চল্লি 18 / 2518. ভারতের উচ্চতম নদী বাঁধ কোনটি A. তিলাইয়া B. মাইথন C. ভাকরা D. হীরাকুদ 19 / 2519. কোনও স্থানের সময় (স্থানীয় অথবা স্ট্যান্ডার্ড) কীসের উপর নির্ভর করে? A. অক্ষাংশ B. দ্রাঘিমাংশ C. এদের কোনােটিই নয় D. অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ উভয়ের উপরেই 20 / 2520. নিম্নের কোন দেশে সবচেয়ে আগে দিন শুরু হয় ? A. ইরান B. ফিজি C. মায়ানমার D. জাপান 21 / 2521. ভিসুভিয়াস একটি A. ভঙ্গিল পর্বত B. ক্ষয়জাত পর্বত C. স্তুপ পর্বত D. আগ্নেয় পর্বত 22 / 2522. থর মালভূমিতে মিক (অনুদৈঘ্য)ধরণের চলমান বালিয়াড়িকে বলে A. ধ্রিয়ান B. বার্খান C. ধান্দ D. লোয়েস 23 / 2523. গ্রাবারেখা তৈরি (প্রস্তর খণ্ড, বালি)আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে বলে A. বোগার ক্লে B. ড্রামলিন C. ঢিল D. এস্কার 24 / 2524. নিম্নের কোন্ মরুভূমিটি আফ্রিকাতে অবস্থিত নয় ? A. এদের কোনােটিই নয় B. কালাহারি C. সাহারা D. তাকলা মাকান 25 / 2525. ভূপৃষ্ঠের উপর কল্পিত প্রতি ডিগ্রি দ্রাঘিমারেখার সর্বাধিক দূরত্ব নিরক্ষরেখা বা বিষুবরেখার উপর প্রায় কত হতে পারে A. 110কিমি B. 100কিমি C. 50 কিমি D. 75কিমি Your score isThe average score is 54% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz অন্য ভূগোলের mock test গুলি —Mock Test -1 Mock Test -2 Mock Test -3Mock Test -4Mock Test- 5 Join FB Group