Advertisements
Dear Students,
Gurucoolfanda চাকরির পরীক্ষার জন্য সে সমস্ত study materials দিচ্ছে (PSC|WBCS|RAIL|BANK|POST OFFICE|CLERK|GROUP-C|WBP SI|WBP Constable |BPS Banking) etc. সেগুলি সম্পন্ন বিনামুল্যে ,তাই দেরি না করে আমাদের ওয়েবসাইট দেখুন ও Pdf Download করুন ।
গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যন্ত্র সমূহ ও তাদের ব্যবহার
যন্ত্র | ব্যবহার |
অল্টিমিটার | এটা উচ্চতা পরিমাপ করে এবং উড়ােজাহাজে ব্যবহৃত হয় । |
অ্যামমিটার | এটি প্রবাহমাত্রা পরিমাপ করে। |
অ্যানিমােমিটার | বায়ুর গতিবেগ এবং প্রাবল্য পরিমাপ করে। |
অডিওমিটার | শব্দের তীব্রতা পরিমাপ করে। |
অডিওফোন | শ্রবণের ত্রুটি উন্নতি ঘটায়। |
ব্যারােগ্রাফ | বায়ুমণ্ডলীয় চাপের একটানা লিপিবদ্ধ করণ। |
ব্যারােমিটার | বায়ুর চাপ মাপক যন্ত্র। |
বাইনােকুলার | দূরবর্তী বস্তুকে দর্শন করতে। |
বােলোমিটার | তাপ বিকিরণ পরিমাপ করতে। |
কালােরিমিটার | তাপপরিমাপক যন্ত্র। |
কার্বুরেটার | ইঞ্জিনের ভিতরে জ্বালানীর দহনের জন্য ব্যবহৃত হয়। |
ক্রোনােমিটার | জাহাজের দ্রাঘিমাবস্থান নির্ণয় করার যন্ত্র। |
কার্ডিওগ্রাম | হৃৎপিণ্ডের আন্দলােন লিপিবদ্ধ করণ। |
সিনেমাটোগ্রাফী | পর্দায় বর্ধিত ছবি প্রস্তুত করার জন্য। |
ক্রেস্কোগ্রাফ | উদ্ভিদের বৃদ্ধি নির্ণেয়ক যন্ত্র। |
সাইক্লোট্রোন | উচ্চ শক্তিতে তড়িৎ আধান যুক্ত কণাকে ত্বরান্বিত করে |
ডায়নামাে | যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি রূপান্তর করে। |
ডায়নামােমিটার | বৈদ্যুতিক ক্ষমতার পরিমাপ করে। |
ইলেকট্রোমিটার | তড়িৎপ্রবাহমাত্রা পরিমাপ করে। |
ইলেকট্রোস্কোপ | বৈদ্যুতিক আধানের উপস্থিতি নির্ণয় করে। |
এনডােস্কোপ | শরীরের অভ্যন্তরীণ অঙ্গের পরীক্ষা। |
ইডিওমিটার | একটি গ্লাস টিউব যা দুটি গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় তাদের আয়তনের পরিবর্তন নির্ণয় করে । |
ফ্যাদোমিটার | সমুদ্রের গভীরতা পরিমাপক। |
গ্যালভানােমিটার | স্বল্প পরিমাণ তড়িৎপ্রবাহ মাত্রা বিক্ষেপ পরিমাপক যন্ত্র । |
হাইড্রোমিটার | তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক। |
হাইগ্রোমিটার | বায়ুর আর্দ্রতা পরিমাপক। |
হাইড্রোফোন | জলের নীচে শব্দের তীব্রতা পরিমাপক। |
কাইমােগ্রাফ | শরীরবৃত্তীয় গতিবিধির লেখচিত্র (রক্তচাপ ও হৃদ স্পন্দন ) |
ল্যাকটোমিটার | দুধের বিশুদ্ধতা নির্ণয়ে ব্যবহৃত হয়। |
ম্যানােমিটার | গ্যাসের চাপ নির্ণয়ে। |
ম্যারিনার্স কম্পাস | নাবিকেরা দিক নির্ণয় করে যে যন্ত্রের সাহায্যে। |
মাইক্রোফোন | শব্দ শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করে। |
মাইক্রোস্কোপ | ক্ষুদ্র বস্তুকে বৃহৎ আকারে দেখার যন্ত্র। |
ওডােমিটার | চাকাযুক্ত যানবাহনের যাত্রার দূরত্ব পরিমাপক যন্ত্র। |
ফোনােগ্রাফ | যে যন্ত্রের মাধ্যমে শব্দ প্রস্তুত করা হয়। |
ফটোমিটার | আলােক তীব্রতা মাপক যন্ত্র। |
পেরিস্কোপ | ডুব জাহাজ থেকে সমুদ্রের জলের উপরের জিনিস দেখতে ব্যবহৃত হয়। |
পােটেনসিওমিটার | কোষের মধ্যে তড়িৎচ্চালক বলের পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
প্রাইরােমিটার | খুব উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। |
রাডার | রেডিও মাইক্রোওয়েব নির্দেশক যন্ত্রের মাধ্যমে আগত প্লেনের দিক এবং দূরত্ব নির্ণয় করা যায়। |
রেনগজ | নির্দিষ্ট স্থানের বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র। |
রেডিওমিটার | বিকিরিত শক্তি পরিমাপক যন্ত্র। |
রিফ্যাক্টোমিটার | ইহা প্রতিসারঙ্ক মাপতে ব্যবহৃত হয়। |
স্যাকরিমিটার | দ্রবণে চিনির পরিমাণ মাপতে ব্যবহৃত হয়। |
সিসমােগ্রাফ | ভূমিকম্পের প্রাবল্য মাপতে ব্যবহৃত হয়। |
স্যালিনােমিটার | দ্রবণের লবণাক্ততা মাপক যন্ত্র। |
সেক্সট্যান্ট | সূর্য ও অন্যান্য নক্ষত্রের সঙ্গে দীগন্ত রেখার উন্নতি কোণ নির্ণয় করে নাবিকরা কোন স্থানের অক্ষাংশ |
স্পেক্টোমিটার | একটি নির্দিষ্ট ধরনের বিকিরণের শক্তির বিস্তার এই যন্ত্রের সাহায্যে মাপা হয়। |
স্ফিগমােম্যানােমিটার | রক্তচাপ মাপতে ব্যবহৃত হয়। |
স্পিডােমিটার | কোন গাড়ির গতিবেগ মাপতে কাজে লাগে। |
স্ফেরােমিটার | কোন বস্তুর বক্রতল মাপতে ব্যবহৃত হয়। |
স্টেরিওস্কোপ | কম মাত্রিক ছবি দেখতে ব্যবহৃত হয়। |
স্টেথােস্কোপ | হার্ট-এর শব্দ শুনতে ডাক্তাররা ব্যবহার করে। |
স্ট্রোবােস্কোপ | বস্তুর দ্রুত ঘােরা দেখতে সাহায্যে করে। |
ট্যাকোমিটার | মােটর বােট ও উড়াে জাহাজের বেগ মাপত ব্যবহৃত |
টেলিস্কোপ | মহাকাশে দূরবর্তী কোন বস্তুকে দেখার জন্য ব্যবহৃত হয় । |
থিওডােলাইট | অনুভূমিক এবং উলম্ব কোণের মান নির্ণয়ের জন্য ব্যবহার হয়। |
থার্মোমিটার | তাপমাত্রা মাপার যন্ত্র ব্যবহৃত হয়। |
থার্মোস্ট্যাট | একটি নির্দিষ্ট তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য। |
ভিসকোমিটার | কোন তরলের সান্দ্রতা মাপার জন্য ব্যবহৃত হয়। |
ভােন্টমিটার | দুটি বিন্দুর মধ্যে তড়িৎ প্রভেদ মাপার জন্য ব্যবহৃত হয |
File Details:-
File Name:- গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যন্ত্র সমূহ ও তাদের ব্যবহার
File Format:– Pdf
Quality:- High
File Size:- 372kb
File Format:– Pdf
Quality:- High
File Size:- 372kb
Download: Click Here to Download
Advertisements