
কৃষি গবেষণা কেন্দ্র : ভারতবর্ষের বিভিন্ন জায়গার একাধিক কৃষি গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে এই কৃষি গবেষণা কেন্দ্র সম্পর্কে নিন্মে আলোচনা করা হল –
কৃষি গবেষণা কেন্দ্রঃ
1. ইণ্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ | নিউ দিল্লী |
2. ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট | কারনাল (হরিয়ানা) |
3. ইণ্ডিয়ান বোট্যানিক্যাল সার্ভে | কলকাতা |
4. জুট রিসার্চ ইনস্টিটিউট | ব্যারাকপুর |
5. গোট রিসার্চ ইনস্টিটিউট | মথুরা |
6. সুগারকেন (ইক্ষু) রিসার্চ ইনস্টিটিউট | লক্ষ্ণৌ |
7. বি (Bee) রিসার্চ ইনস্টিটিউট | পুণে |
৪. কটন রিসার্চ ইনস্টিটিউট | মুম্বাই |
9. পোলট্রি ট্রেনিং ইনস্টিটিউট | ব্যাঙ্গোলুরু |
10. সিল্ক রিসার্চ ইনস্টিটিউট | মহীশূর |
11. কফি রিসার্চ ইনস্টিটিউট | চিকমাগালুর |
12. লেদার রিসার্চ ইনস্টিটিউট | চেন্নাই |
13. পোটাটো (আলু) রিসার্চ ইনস্টিটিউট | সিমলা |
14. টি (Tea) রিসার্চ ইনস্টিটিউট | জোরহাট |
15. রাবার রিসার্চ ইনস্টিটিউট | কোট্টায়াম (কেরল) |
16. টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট | রাজামুন্দ্রি (অন্ধ্রপ্রদেশ) |
17. রাইস রিসার্চ ইনস্টিটিউট | কটক |
18. ইন্টারন্যাশানাল সেন্টার ফর প্লানটেশন অ্যাফেয়ার | ব্যাঙ্গালুরু |
19. ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর স্পাইস (spices) | কালিকট |
20. ইণ্ডিয়ান ডেয়ারি কর্পোরেশন | আনন্দ |
21. সেন্ট্রাল এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট | পোর্ট ব্লেয়ার, ভূপাল |
22. সেন্ট্রাল অ্যারিডজোন রিসার্চ ইনস্টিটিউট | যোধপুর |
23. ন্যাশানাল রিসার্চ সেন্টার ফর গ্রাউণ্ডনাট | জুনাগড় |